আসসালামু আলাইকুম মুহতারাম শাইখ। আশা করি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন।
কিছুদিন পূর্বে আমাদের এলাকার মসজিদে একজন লোক হাজির হন। লোকটার ভাষ্যমতে, উনার খালা বাসা থেকে বের হয়ে হারিয়ে গেছে। লোকটা আমাদের মসজিদের ইমাম সাহেবকে অনুরোধ করেন, মসজিদের মাইকে যেন উনার খালা হারিয়ে যাওয়ার বিষয়টি ঘোষণা করা হয়৷ কিন্তু ইমাম সাহেব এটি করতে রাজি হননি এবং লোকটাকে জানিয়ে দেন, এটি শরীয়তের খেলাফ। ইমাম সাহেবের এই কাজে মসজিদ কমিটির কিছু মুসল্লীরা ক্ষিপ্ত হন। ইমাম সাহেবের কাজটিকে অমানবিক ও দৃষ্টিকটু বলতে থাকেন। সেসময় উপস্থিত একজন মুসল্লী কমিটির লোকদের সম্মুখে রাসূল ﷺ এর নিচের হাদীসটি পেশ করেন:
عَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ مَنْ سَمِعَ رَجُلاً يَنْشُدُ ضَالَّةً فِى الْمَسْجِدِ فَلْيَقُلْ لاَ رَدَّهَا اللهُ عَلَيْكَ فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا.
আবু হুরায়রাহ (রা:) বলেন, রাসূল (সা:) বলেছেন, যে ব্যক্তি অন্য কাউকে মসজিদে হারানো জিনিস খোঁজ করতে শুনবে, সে যেন বলে, আল্লাহ যেন তোমাকে ফেরত না দেন। কারণ মসজিদ সমূহ এ জন্য তৈরি করা হয়নি। (সহীহ মুসলিম : হাদীস ১২৮৮; মিশকাত: হাদীস ৭০৬)
হাদীসটি দেখার পর কমিটির লোকদের কেউ কেউ বলেন যে, হাদীসের অনুবাদে "হারানো জিনিস" উল্লেখ করা হয়েছে। "হারানো ব্যক্তির" কথা আসেনি। সুতরাং এই হাদীসের প্রেক্ষিতে কোনো ব্যক্তি হারানো গেলে মসজিদের মাইকে সেটার ঘোষণা দেওয়া যাবে কী না, এটা সুনিশ্চিতভাবে বুঝা যাচ্ছে না৷
মুহতারাম শাইখের কাছে প্রশ্ন হলো:
(১) হাদীসটির সঠিক ব্যাখ্যা কী হবে? বস্তু, ব্যক্তি সবকিছুই কী এতে অন্তর্ভুক্ত হবে?
(২) ইমাম সাহেবের কাজটি কী সঠিক হয়েছিল?