আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ উস্তায। এমন একটা লেখা পড়েছিলাম রেফারেন্স মনে নেই।আমি যদি নিজের জন্য, বা যেকোন দরকারে কোন দুআ না করি,শুধুমাত্র দুরুদ পড়তে থাকি তাহলে আমার সব প্রয়োজন পূরন হয়ে যাবে ইনশাআল্লাহ?
যদি সব প্রয়োজন পূরন হয়ে যায় ইনশাআল্লাহ তাহলে আলাদা করে দুআ করার দরকার নেই তো।শুধু দুরুদ পড়তে পারব?আলাদা আলাদা দুআ করতে গেলে মনেই থাকে না কি দুআ করি,কি চাইতে যে হবে সেটাও বুঝতে পারি না এতই মুর্খ মানুষ।দুআ কবুলের মুহুর্ত গুলো চলে যায়,অথচ দুআ করতে পারি না।
আমি যদি দুরুদ পড়ি সব কিছু বাদ দিয়ে, এই দুরুদ যথেষ্ট হবে?
২)সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদ টা যদি উপরে উল্লেখিত উদ্দেশ্যে পড়ি তাহলে হবে ইনশাআল্লাহ?