মুফতি সাহেব, আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি, ইনশাআল্লাহ আমার দ্বারা আর বিরক্ত হবেন না, আজকের পর থেকে।
আমি গতকালকে একটি প্রশ্ন করেছিলাম সেখানে একটি বিষয় জানতে পারি নি, তাই আবার একটু জানতে চাচ্ছিলাম।
কনের অনুমতি নেওয়ার সময় যিনি নিয়েছিলেন তাকে মেয়ে এভাবে বলে নি যে আপনাকে উকিল করলাম, এই সংক্রান্ত কথাই বলেনি, মেয়েকে উনি বরের পরিচয় দিয়ে বলেন, রাজি থাকলে বলো কবুল/আলহামদুলিল্লাহ (কোনটা বলেছিলো শিওর না) , তখন মেয়ে বলে " আলহামদুলিল্লাহ আমি কবুল"
এবং বরকেও উনি বলেন নি যে আমার উকালতিতে বা এরুপ শব্দ, সরাসরি মেয়ের পরিচয় জানিয়ে প্রস্তাব দেন, এবং বলেন রাজি থাকলে বলো কবুল/আলহামদুলিল্লাহ (কোনটি বলেছিলো মনে করতে পারছি না) তখন বর বললো "আলহামদুলিল্লাহ " ওনারা বললেন জোরে বলো, তখন আবার বললো "আলহামদুলিল্লাহ কবুল করলাম", এমনই কোনো শব্দ বলেছে যার দ্বারা রাজি ও কবুল প্রকাশ পায়।
১. উকিল/উকালতি শব্দের অনুপস্থিতি ও বর কনের কবুল বলার পদ্ধতির কারণে বিবাহের কোনো সমস্যা হবে না তো?
২. আমার কিছু ওসওায়াসার সমস্যা আছে, আপনি হয়তো জানেন, ওয়ওয়াসা আক্রান্ত ব্যক্তির কি বিয়ে সহিহ হয়?আমার কি বিয়ে সহিহ হয়েছে?
আমার ধর্মীয় ইবাদাতের সব কিছুতে খালি সন্দেহ কাজ করে, তালাক,ওযু,নামাজে এসবে ওসওয়াসা হয় খালি,এছাড়া আমি মানসিক ভাবে সুস্থ বিচার বুদ্ধি, ও পাঠদানেও মাশাআল্লাহ ভালো, শুধু এই কিছু কাজের বেলায় শুধু সন্দেহ কাজ করে...
৩. আমার নিসাব পরিমান সম্পদ নাই, কখনো হয় ও নি কিছু টাকা জমা আছে মাত্র (২৪ হাজারের মতো), এমন নিকট আত্মীয় কেও যার আায়ের বড় অংশ হারাম ও বাকি হালাল যদি আমাকে তার বাসায় প্রতিদিন ইফতার করার জন্য চাপ দেয় তার বাসায় ইফতার এবং সেহরী করা নি আমার পরিস্থিতি বিবেচনায় বৈধ হবে,যোহেতু আমি যাকাত গ্রহনের ও উপযুক্ত ? না কি তার বাসায় খেলেও আমার জন্য হারাম হবে ও রোজা কবুল হবে না।
৪.
https://ifatwa.info/93581/ এর ৫ নং এর মতো পরিস্থিতিতে বার বার পরলে, কি আমি এসব পাত্তা না দিলে সমস্যা হবে? আমি যদি ভাবি বউ কে সংখ্যা বলার সময় এসব মনে আসলেও কিছু হবে না এতে কি সমস্যা হবে্?