আসালামুয়ালাইকুম।
আমাদের বাড়িতে সাত ভাগে কুরবানি দেয়া হয়। সমান সাত ভাগ থেকে যদি, কোন একজন দুইভাগ বা তিনভাগ নিয়ে নেয়, তাহলে বাকি ভাগীদারদের (যারা একভাগ করে নিয়েছে) তাদের কুরবানি হবে?
উদাহণস্বরূপ, মোট সাত ভাগ থেকে, যার পরিবারে বেশি মানুষ বা ফিনানিসিয়াল অবাস্থা ভালো, সে একাই দুই ভাগের টাকা দিয়ে দুই ভাগ নেয়। অন্য একজন ও একই ভাবে দুই ভাগ নেয়। বাকিরা তিন ভাগ নেয়।
আমার আব্বু এবার ইনশাল্লাহ কুরবানিতে তাদের সাথে কুরবানি দিতে চান প্রথমবার এর মত।
এভাবে কুরবানি কি জায়েজ হবে?