আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
114 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (15 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

উস্তাদ আমি একজন মেয়ে। আমি দুইজন মেয়েকে প্রাইভেট পড়াই আলহামদুলিল্লাহ। তার মধ্যে একজন বালেগা। কিন্তু সে যখন আমার কাছে পড়তে আসে পর্দা করে আসে না। তার বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব ২-৩ মিনিটের। আর সচরাচর ভোরে আসে ওই সময় গ্রামের রাস্তায় খুব একটা মানুষ থাকে না। এক্ষেত্রে কি আমার ইনকামে কোনো ইফেক্ট পড়তে পারে? হারাম সংক্রান্ত?

২. রুকুতে আযীমের যোয়া উচ্চারণ করতে গেলে মনে হয় যেন আদ্বীম(মোটাস্বরে) উচ্চারিত হচ্ছে। এক্ষেত্রে স্বলাতে কোনো সমস্যা হতে পারে কি?

৩. কেউ যদি গোসল+ওযুর স্থানে প্রস্রাব করে এবং পরে সে স্থান ধুয়ে তারপর গোসল+ওযু করে তাহলে কি গুনাহ হবে?

 ৪. একজন আমার কাছে গত প্রায় দেড়মাস ধরে তার ছেলেকে পড়িয়েছে, বৃহস্পতিবার আমাকে বলে যে পরদিন ও আসবে,কিন্তু হঠাৎ আমাকে না জানিয়ে সেই ছেলেকে অন্য টিচারের কাছে পড়তে পাঠায়,এতে কি সে আমার হক্ব নষ্ট করেনি? তাদের জন্য আমি অন্য স্টুডেন্টকে আসতে মানা করেছিলাম সময় হবে না বলে।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
এক্ষেত্রে আপনার ইনকামে কোনো ইফেক্ট পড়বেনা।
তবে আপনি ঈমানী দায়িত্ব হিসেবে তাকে নিয়মিত পর্দার জন্য নসিহত করবেন।

(০২)
এক্ষেত্রে স্বলাতে কোনো সমস্যা হবেনা।

(০৩)
অযু গোসলের জায়গা আলাদা করাই ভালো,এটাই সর্বোচ্চ সতর্কতা। 

হাদিস শরিফে এসেছে, আব্দুল্লাহ ইবন মুগাফফাল রাযি. বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي مُسْتَحَمِّهِ ، فَإِنَّ عَامَّةَ الْوَسْوَاسِ مِنْهُ

তোমাদের কেউ যেন গোসলখানায় পেশাব না করে। কেননা, অসওয়াসা সাধারনণতঃ এজন্যই সৃষ্টি হয়। (আবু দাউদ ২৭, তিরমিযী ২১)

তাছাড়া সেখানে মানুষের পেশাব থাকে,যেটা নাজাসাতে গলিযা (কঠোর নাপাক)। হাদিস শরিফে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেন,

استنزهوا من البول فإن عامة عذاب القبر منه

তোমরা পেশাবের অপবিত্রতার ব্যাপারে সতর্ক থাক। কারণ অধিকাংশ কবরের আযাব এর কারণে হয়ে থাকে। (দারাকুতনী ৪৭৬)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
কেউ যদি গোসল+ওযুর স্থানে প্রস্রাব করে এবং পরে সে স্থান ভালোভাবে ধুয়ে তারপর গোসল+ওযু করে তাহলে গুনাহ হবেনা।

(০৪)
হ্যাঁ, এতে সে আপনার হক্ব নষ্ট করেছে।
সে আপনার সাথে কৃত ওয়াদা/চুক্তি ভঙ্গ করেছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...