আসসালামু আলাইকুম।
মুসলিম বাংলা এপটা অনেকেই সাহরী,ইফতার,নামাজের জন্য ইউজ করে।আমিও করি। এপ
সাহরীর শেষ সময় ছিলো ৪ঃ৪২.
তার ৫ মিনিট অর্থ্যাৎ ৪৭ এ ফজর।
আমি পানি খেয়ে দেখি ৪ঃ৪২ বাজতেছে।ফোনের দিকে ২০/২৫ সেকেন্ড তাকানোর পর ৪৩ বাজলো।
অনেকে দেখলাম মাসায়ালা দিচ্ছে এই রোজাটা হবে। যেহেতু পানি খেয়ে ৪ঃ৪৩ বাজতে আমি দেখি নাই...৪ঃ৪২ দেখেছি.. রানিং ছিলো এটা।
আমি বিভ্রান্ত এ জন্য যে ৪ঃ৪২ যখন ঘড়িতে আসলো এটা তো ৪ঃ৪১ বাজার পর ৬০ সেকেন্ড পূর্ন হয়ে তবেই ৪ঃ৪২ হলো।তাই নয় কি?তার মানে তো ৪ঃ৪২ বাজার সাথে সাথে খানা বন্ধ করে দিতে হবে।
৪ঃ৪২ বেজে ১০/২০ সেকেন্ড পর যে পানি খেলাম সেটা তো মূলত ৪ঃ৪৩ পূর্ন হওয়ার সেকেন্ডগুলোা তখন রানিং হচ্ছিলো....
এই রোজা কি তাহলে হবে?