আসসালামু আলাইকুম।
১)কোন ব্যবসায়ী যদি কোন পণ্য বাকিতে কেনে এবং এই অবস্থায় অন্য কারো কাছে বিক্রি করে তবে কি জায়েয হবে?
২)কোন ব্যক্তি প্রতি বছর রমযান ১ তারিখ যাকাত দেন।৷ বছরের মাঝে তিনি কিছু গোল্ড এর মালিক হন। এখন সে পরবর্তী রমযানে যাকাত হিসাব করার সময় সেই গোল্ড এর দাম যোগ করেনি যেহেতু সেটির এক বছর পূর্ণ হয়নি। সে সেই গোল্ড এর যাকাত বছরের মাঝের সময় আসার পর দিয়েছে। এখন তার কাজ কি ঠিক হয়েছে। নাকি সেই বছরের রমযানে না দেওয়া টাকা এখন দিয়ে দিতে হবে? উল্লখ্য সে গত রমযানে এই টাকা না দেয়ার কাজ করে।এখন ভূল হলে সে এই রমযানে অতিরিক্ত পরিশোধ করে দিবে।