আসসালামু আলাইকুম
আমার বাবা মারা গেছেন ৫ মাস হলো, বাবা বেঁচে থাকাকালীন ১৯৯৬-৯৭ সালের দিকে আমার সেজ খালুর থেকে কিছু টাকা ঋণ করেছিলেন (সম্ভবত ২ হাজর টাকা)। খালু এক জোড়া কানের দুল স্বর্ণকারের দোকানে বন্ধক দিয়ে এনে দেন সুদে টাকা আমার বাবা কে। আমার বাবা টাকা ফেরত দিলে দুল ছাড়িয়ে আনবেন ওনারা এমন বলেছিলো।কিন্তু দারিদ্র্যের কষাঘাতে বাবা টাকা পরিশোধ করতে পারেননি,খালু নাকি সুদ টেনেছেন কয়েকমাস।তারপর আর টাকা শোধ না করতে পারায় কানের দুলটি হারায়। এখন আমার বাবা মারা যাবার পর ওনার দাবি সেই ৬ আনার কানের দুলই বানিয়ে দিতে হবে। আমরা অনেক অনুরোধ করার পর বলেছিলেন মাফ করে দিছি। এখন খালার কাছে শুনলাম তিনি প্রায়ই আমার বাবা কে গালি দেন। তারমানে উনি মন থেকে মাফ করেন নি। এখন ৬ আনা দুল বানিয়ে দেবার মত সামর্থ্য আমাদের নাই,খুবই কষ্টে দিনাতিপাত করি আমরা। বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। দুল বন্ধক রেখে আনা ২ হাজার টাকার এক হাজার টাকা বাবা শোধ করেছিলেন যেটা ডায়রিতে লেখা বাবার।ওনাদের দাবি শোধ করেননি এক টাকাও। এখন ২ হাজার টাকা দিলেও ওনারা নিবেন না, পুরো ৬ আনার দুল চাই তাদের আবার অনুরোধ করলে বলেন অনেক কথার পর মাফ করে দিছি আবার মাঝে মাঝে গালাগালি করে আমার বাবা কে। এখন আমাদের করনীয় কি? সুদ দেয়া তো হারাম। আমরা কি সেই ৬ আনা দুলই বানিয়ে দিতে হবে?তাহলে হয়তো নিবে গালাগাল করবেনা মাফ করে দিছি বলার পর।কিন্তু এই দুল বানিয়ে দিলে কি সুদ দেয়া হবেনা? কম টাকা আবার তো নিবেনা। এখন দয়া করে বলবেন কি করলে আমার বাবা পরকালে আটকাবেনা। আমার বাবার দায় মুক্তি হবে। আমরা পেরেশান হয়ে আছি।বাবাকে গালাগাল নিতে পারছিনা। সাহায্য করুন অনুগ্রহ করে আমাকে।