আসসালামু আলাইকুম।
১)সুন্নাতে মুয়াক্কাদা সালাতে ভুল হয়ে গেলে সাহু সিজদাহ্ দিতে মনে না থাকলে সুন্নাতে মুয়াক্কাদা এর কাজা আদায় করতে হবে?
২) রোযা অবস্থায় অনিচ্ছাকৃত হালকা বমি মুখে চলে আসার পরে তা ফেলে দিলে কি রোযা ভেঙ্গে যাবে?
৩)সব সময় কফ গলায় জমে থাকে। কফ তুলে ফেলে দিতে চাইলেই সম্পূর্ণ বের হয়না। এমতাবস্থায় যে কফ মুখে আসেনি।গলায় আটকে আছে তা গিলে ফেললে কি রোযা ভেঙ্গে যাবে?