আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তাদ।
আমি মূলত জ্বীন/সিহরে আক্রান্ত! আর আমার সমস্যা অনেক পুরোনো! সমস্যা বেশ পুরোনো তবে আগে কোনো সমস্যা না হলেও গত ২ বছর থেকে আমার সমস্যা মাত্রাতিরিক্ত বেড়ে গেছে যার ইফেক্ট সবচেয়ে বেশি পড়ছে ইবাদাতে।আমি ইবাদাত করতে পারিনা, আমার সমস্ত সমস্যা ইবাদাত নিয়ে, কুরআন পড়তে,শুনতে সমস্যা হয়! এমনও হয়েছে আমি অনেক সময় কুরআনের ক্লাস করতে পারিনি।আমি নামাজ আদায় করতে গেলে বেশ সমস্যায় ভুগি, আমি সারা সময় ভাল থাকি কিন্তু যখনই নামাজে দাঁড়াই আমি অসুস্থ হয়ে পড়ি,বুক ধড়ফড় করে, অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা হয়, কখনো কখনো আল্লাহু আকবার বলে কয়েক মিনিট পার হয়ে যায় কিন্তু সূরা ফাতিহা মনে করতে পারিনা,আবার ফাতিহার পর অন্য সূরাও মনে করতে অনেক সময় চলে যায়।
কখনো কখনো এতটা অসুস্থ হয়ে পড়ি যে দীর্ঘ সময় নিয়ে ভেঙে ভেঙে সূরা,রুকুর তাসবীহ, সিজদার তাসবিহ পড়তে হয়। এমনও হয় সুবহানা বলার পর দীর্ঘশ্বাস নিয়ে রব্বিয়াল তারপর আবার দীর্ঘশ্বাস নিয়ে আ'লা বলতে হয়। কখনো কখনো ভুলে যাই কত রাকাত পড়েছি,কতটা সিজদাহ দিয়েছি। কখনো কখনো দাঁড়িয়ে ক্বিরাত চলমান থাকতে থাকতেই ধপ করে বসে পড়ি তারপর বাকি রাকাত গুলো বসেই আদায় করি। এরকম আমার প্রত্যেক রাকাতেই হয়। আমি ফরজ গুলো কোনোভাবে আদায় করি কিন্তু সুন্নাতগুলো আদায় করার সাহস পাইনা। মাথা ব্যথা,অযথা ঢেকুর আর ভীষণভাবে অসুস্থতা বোধ করি।
এমতাবস্থায় আমার অনেক সময় ধরে মনে করে সূরা পড়ার জন্য কি সালাত ভঙ্গ হয়ে যাবে? নাকি সাহু সিজদা দিতে হবে?
আমি সুন্নাত নামাজগুলো কিভাবে আদায় করতে পারি? এই যে আমি সুন্নাতগুলো আদায় করতে পারছিনা তার জন্য কি গুনাহ হচ্ছে? সূরা,রুকু কিংবা সিজদাহর তাসবিহ ভেঙে ভেঙে উচ্চারণ করে যে সালাত আদায় করছি আমার কি সালাত হচ্ছে উস্তাদ?
অনুগ্রহ করে জবাব দিবেন ইন শা আল্লাহ।