আমি স্বপ্ন দেখিছি যে আমি মক্কায় হাটতেছি সবার সাথে, একজন মহিলা সাথে তার হ্যাসবেন্ড বসা পরিপূর্ণ পর্দা করা তার সাথে বসে দো'আ আর আহাজারি করছি(সম্ভবত তারা হজ্জ/উমরাহ করতে এসেছেন)। তারপর দেখছি যে আমার নানী, খালাতো বোন,দাদী সবাই আমরা রাসূল (সাঃ) রওজামোবারক দেখতে গিয়েছি ভেতরে ঢুকছি অনেক কান্না করছি। কিন্তু মূল ফটক খোলা হচ্ছে না, তাই আমরা সরাসরি দেখতে পাচ্ছি না। কিন্তু হজ্জ বা উমরাহ এর কোনো কিছু দেখি নাই।আবার দেখেছি যে একজন ব্যাক্তির প্রতিচ্ছবি হাটু গাড়া অবস্থায় কে যেন বলছে এইটা ইউসুফ নবী(আঃ)।
উল্লেখ্য আমি আল্লাহর কাছে প্রতিদিনই দো'আ করি আল্লাহ আমি যেন আপনার ঘর এবং রাসূলের (সাঃ) রওজামোবারক দেখতে পাই।
আমার এই স্বপ্ননের ব্যাখ্যা কি?