আসসালামু আলাইকুম।
বাসার ড্রাইভারকে কি যাকাত দেয়া যাবে?
উল্লেখ্য তার ভিটাবাড়ি আছে এবং ফসলি জমি আছে আর যা বেতন পায় সব মিলিয়ে তার পরিবারের খরচ মোটামুটি স্বচ্ছলভাবে চলে যায়। তার ব্যাংকে ডিপোজিট ছিল ২ লক্ষ টাকা কিন্তু সব ভেংগে জমি কিনেছে।এখন তার জমানো কিছু নাই।
সে কি যাকাতের প্রাপ্য?