ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
(২) সেহরিতে একটু ঝাল খাবার খাওয়ার পর গলায় যে ঝাল ঝাল ভাব থাকে এটা গিলে ফেললে রোযা হবে।
(৩) বিধর্মীদের আকা ছবি দেখে আকা যাবে যদি প্রানির ছবি না থাকে।
(৪) কুরআন শরীফের আয়াতের নিঃশ্বাস না ফেলে থেমে থেমে পড়া যাবে।
(৫)মোবাইলে কুরআন তেলায়াত চললে সেটাকেও মনোযোগ দিয়ে শুনতে হবে।
(৬) সালাতে যদি মনে মনে দোয়া আসে, যা বাস্তবে হোক চাওয়া হয় না, তাহলে এই দোয়া গুলোকে আল্লাহ কবুল করবেন না।
(৭) অল্প অল্প জমিয়ে ঋণ পরিশোধ করা যাবে। সামর্থ্য থাকলে, এক সাথে পরিশোধ করে নেয়াটাই উত্তম।
(৮) অনিচ্ছাকৃত নাকে ধোয়া ঢুকে গেলে রোযা ফাসিদ হবে না। হ্যা, সতর্কতামূলক মাস্ক পড়ে কাজ করা ভালো।
(৯) রোযা অবস্থায় হাতের ভিজা আঙ্গুল দিয়ে নাকের নরম জায়গা মাসেহ করে নিলেই হবে। ভালোভাবে নাকের ভিতর পানি পৌছানো সুন্নত নয়।
(১০) সময়ের পূর্বে ইফতার করে নিলে রোযা হবে না।