ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হানাফি উলামায়ে কেরাম বলেন, রমজান মাসে বা শুক্রুবারে মৃত্যু বরণ করলে কবরের আযাব মাফ হবে। চিরস্থায়ী মাফ হবে না শুধুমাত্র রমজান মাস বা শুক্রুবারের জন্য মাফ হবে? এ নিয়ে মতপার্থক্য রয়েছে? বিশুদ্ধমতানুযায়ী চিরস্থায়ী মাফ হবে। রমজান মাসে বা শুক্রুবারে কোনো অমুসলিম কেউ মারা গেলে শুধুমাত্র রমজান মাস বা শুক্রুবারে কবরের আযাবকে হটিয়ে দেয়া হয়, আবার পরবর্তীতে তাদের সামনে আযাব চলে আসে।
حکیم الامت حضرت مولانا اشرف علی تھانوی کے ملفوظات میں ہے:
” فرمایا: رمضان میں اگر انتقال ہو تو ایک قول یہ ہے کہ قیامت کے دن حساب نہیں ہوتا ۔ یہی جی کو لگتا ہے اور أنا عند ظن عبدي بيپر عمل کرے۔ “(26/405)