বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَإِنَّمَا الْخِلَافُ فِي نَجَاسَةِ عَيْنِهِ، فَظَهَرَ بِهَذَا أَنَّ الْكَلْبَ طَاهِرُ الْعَيْنِ بِمَعْنَى طَهَارَةِ عَظْمِهِ وَشَعْرِهِ وَعَصَبِهِ
কুকুর নজসে আইন কি না? সে সম্পর্কে মতবিরোধ রয়েছে।কুকুর বাহ্যিকভাবে পবিত্র।তথা তার হাড্ডি,পশম,রগ ইত্যাদি পবিত্র।তবে তার গোশত এবং মুখের লালা অপবিত্র।(বাহরুর-রায়েক-১/১০৮)
শুকনা কুকুর মানুষের শরীর বা কাপড়ে লেগে গেলে তা নাপাক হবে না।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/২৩৩)
কুকুরের লালা অপবিত্র।যদি কুকুরের শুকনা শরীর কাপড়ে লাগে তাহলে এর দ্বারা সেই কাপড় নাপাক হবে না।নামায পড়ার জন্য সেই কাপড়কে ধৌত করা বা বদলানো কিংবা পরিবর্তন করা কিছুই জরুরী নয়।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/২৭৫)
সু-প্রিয় পাঠকবর্গ!
কুকুরের শরীর শুকনা থাকলে,এবং তাতে কোনো প্রকার নাজাসত লেগে না থাকলে, উক্ত কুকুর কারো শরীর বা কাপড়ের সাথে লেগে গেলে সেই শরীর বা কাপড় নাপাক হবে না। আপনার এই মানষিক রোগের জন্য আপনি ডাক্তার দেখাবেন। ডাক্তারের চিকিৎসা গ্রহণের পাশাপাশি IOM এর ওয়াসওয়াসা কোর্স করে নিবেন। ইনশা'আল্লাহ! সমস্যার সমাধান হবে।আল্লাহ আপনার সহায় হোক।আমীন।