আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
35 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
reshown by
السلام عليكم ورحمة الله وبركاته

দুটো প্রশ্ন আছে,

১) স্বর্ণ কিনে রেখে দিয়ে দাম বাড়লে সেটাকে বেশি দামে বিক্রি করা জায়েজ হবে?

২)(১৫ বছর বয়সী ) প্রতিবন্ধী মেয়ে বাচ্চার সাথে কিভাবে আচরণ করা উচিৎ? সে আগের চেয়ে বেশি অশালীর আচরণ করছে। বিশেষ করে বিপরীত লিঙ্গের কাউকে দেখলে এমনটা বেড়ে যায়। মুখের ভাষা ও দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক সময় তাকে সামলাতে গিয়ে প্রহার করতে হয়। এমতাবস্থায় করনীয় কি?

* তাকে কি মাঝে মাঝে দু একবার আস্তে করে বাড়ি দিলে কি গুনাহ হবে? কারণ যখন খুব বেশি জেদ করে তখন এছাড়া আর উপায় থাকে না।

* তাকে কিভাবে সামলাবো এ অবস্থায়? রুকাইয়ার পেশেন্টদের বিভিন্ন জিনগত সমস্যার সাথে ওর মিল পাওয়া যায়! বারবার ওয়াশরুমে যাওয়া, অস্বাভাবিক জেদ করা, অশ্লীল ভাষা ব্যবহার করা, যৌনতা ইত্যাদি!

* তার বড় বোন হিসেবে আমার কি কি হক আছে তার প্রতি?

আমার আম্মা স্কুল শিক্ষিকা। আমাকেই তাকে সামলাতে হয়। আরো অনেক ব্যাপার আছে যা উল্লেখ করলে প্রশ্ন বড় হয়ে যাবে। মানসিকভাবে অনেক ভেঙ্গে পড়েছি এই বিষয়গুলো নিয়ে। মেহেরবানী করে একটু দ্রুত উত্তর দিলে মুনাসীব হয়!

1 Answer

0 votes
by (712,400 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
স্বর্ণ কিনে রেখে দিয়ে দাম বাড়লে সেটাকে বেশি দামে বিক্রি করা জায়েয হবে।

(২)

শিক্ষা অর্জন বা আদব শিক্ষার নিমিত্তে সর্বোচ্ছ ১০টা বেত্রাঘাত  করা যাবে।যেমন হাদীস শরীফে এসেছে......
ﺃﺑﻲ ﺑﺮﺩﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ ﻻ ﻳﺠﻠﺪ ﻓﻮﻕ ﻋﺸﺮ ﺟﻠﺪﺍﺕ ﺇﻻ ﻓﻲ ﺣﺪ ﻣﻦ ﺣﺪﻭﺩ ﺍﻟﻠﻪ
ﺍﻟﻜﺘﺐ » ﺻﺤﻴﺢ ﺍﻟﺒﺨﺎﺭﻱ » ﻛﺘﺎﺏ ﺍﻟﺤﺪﻭﺩ » ﺑﺎﺏ ﻛﻢ ﺍﻟﺘﻌﺰﻳﺮ ﻭﺍﻷﺩﺏ
তরজমা- নবী কারীম সাঃ বলেনঃ-
শিষ্টচার শিক্ষা দেওয়ার জন্য সর্বোচ্ছ দশটা বেত্রাঘাত করা যাবে তবে আল্লাহর নির্ধারিত সীমারেখা অতিক্রান্ত হওয়ার হলে এর থেকেও বেশী শাস্তি দেওয়া যাবে।(যেমন ব্যবিচারির শাস্তি ১০০বেত্রাঘাত)
**শিষ্টাচার শিক্ষা দিতে বেত্রাঘাত ব্যতীত অন্যান্য সব রকম চেষ্টাই যখন ব্যর্থ হবে সব রকম চেষ্টাই বিফল যাবে,তখন বেত্রাঘাত করার হুকুম শরীয়ত কয়েকটি শর্তসাপেক্ষে প্রদান করে।
(১)দশের উর্দে হতে পারবে না।
(২)চেহারায় প্রহার করা যাবে না।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/33299

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে আপনি আপনার বোনকে হালকা প্রহার করতে পারবেন যদি সে অশালীন আচরণ করে, এবং তাকে থামানোর আর কোনো ব্যবস্থা না থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...