السلام عليكم ورحمة الله وبركاته
দুটো প্রশ্ন আছে,
১) স্বর্ণ কিনে রেখে দিয়ে দাম বাড়লে সেটাকে বেশি দামে বিক্রি করা জায়েজ হবে?
২)(১৫ বছর বয়সী ) প্রতিবন্ধী মেয়ে বাচ্চার সাথে কিভাবে আচরণ করা উচিৎ? সে আগের চেয়ে বেশি অশালীর আচরণ করছে। বিশেষ করে বিপরীত লিঙ্গের কাউকে দেখলে এমনটা বেড়ে যায়। মুখের ভাষা ও দিন দিন অশ্লীল হয়ে যাচ্ছে। এক্ষেত্রে অনেক সময় তাকে সামলাতে গিয়ে প্রহার করতে হয়। এমতাবস্থায় করনীয় কি?
* তাকে কি মাঝে মাঝে দু একবার আস্তে করে বাড়ি দিলে কি গুনাহ হবে? কারণ যখন খুব বেশি জেদ করে তখন এছাড়া আর উপায় থাকে না।
* তাকে কিভাবে সামলাবো এ অবস্থায়? রুকাইয়ার পেশেন্টদের বিভিন্ন জিনগত সমস্যার সাথে ওর মিল পাওয়া যায়! বারবার ওয়াশরুমে যাওয়া, অস্বাভাবিক জেদ করা, অশ্লীল ভাষা ব্যবহার করা, যৌনতা ইত্যাদি!
* তার বড় বোন হিসেবে আমার কি কি হক আছে তার প্রতি?
আমার আম্মা স্কুল শিক্ষিকা। আমাকেই তাকে সামলাতে হয়। আরো অনেক ব্যাপার আছে যা উল্লেখ করলে প্রশ্ন বড় হয়ে যাবে। মানসিকভাবে অনেক ভেঙ্গে পড়েছি এই বিষয়গুলো নিয়ে। মেহেরবানী করে একটু দ্রুত উত্তর দিলে মুনাসীব হয়!