আসসালামু আলাইকুম,
সম্মানিত উস্তাদ।
আমার প্রশ্নের রেফারেন্স সহ উত্তর পেলে ভালো হবে।
আমার এক ফ্রেন্ড এর সাম্প্রতিক বিয়ে হয়েছে।পাত্রী ইসলামিক, অন্যদিকে হাসবেন্ড জেনারেল। ছেলের ভাষ্যমতে ঘরের কাজ সম্পূর্ণ মেয়েদের দায়িত্ব, পুরুষ রুজিরোজগার করবে।লোকটা দেখা যায় ফ্রেন্ড এর খারাপ লাগলেও তাকে করার জন্য চাপিয়ে দেয়,এতে অশান্তি হয়। সাথে ছোটখাটো কাজ ঘরের যা পুরুষ চায়লেই করতে পারে,সে সেটা করবেনা।তার ভাষ্যমতে মহিলাদের স্বামীর খেদমত করতে বলা হয়েছে।
কিন্ত পাত্রীর কথা, রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরের কাজে সহোযোগিতা মনোভাব ছিলেন, করতেন।বন্ধবীর হাসবেন্ড কিছু একটা করলেই বলে সুন্নত আদায় হয়ে গেছে।মূলত তার মা তাকে শিখায় পুরুষ কোন ঘরের কাজ করবেনা।
এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়, পাত্রী তাকে তার ব্যস্তসময়ে বলেনা বরং যখন সে তাকে ফ্রি দেখে বাসায়,তখন আশা রাখে তার হাসবেন্ডও করবে।কিন্ত তা করে না।
সে ভাবে পাত্রীর ধারণা ভূল। কিভাবে সে তার উত্তর দিবে, মানসিক এর সৈরাচারী মনোভাব দূর করবে?