ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)ইস্তেহাযার সময় এক অযু দিয়ে একাধিক ওয়াক্তের নামায পড়া হলে, এখন ঐ সব নামাযকে আবার পূনর্বার আদায় করা লাগবে। এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
(২)এক থেকে দেড় বছরের বাচ্চা যদি কোন জায়গায় প্রস্রাব করে এবং সেই প্রস্রাব যদি শুকিয়ে যায়, তাহলে উক্ত শুকানো প্রস্রাবের স্থানে কেউ বসে যাওয়ার পর তার পোষাক থেকে যদি সেই পস্রাবের গন্ধ পাওয়া যায়, তাহলেও সেই পোষাক কে নাপাক ধরা হবে না। নামায পড়া হলে দোহড়ানোর কোনো প্রয়োজনিয়তা নাই।
(৩) তাশাহুদের পর আবার আল্লাহু-আকবার না বলে এমনি এমনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে নামাযে কোনো সমস্যা হবে না। কেননা তখন যে তাকবির দেওয়া হয়, সেটা সুন্নত। সুন্নত তরক হলে নামায ফাসিদ হয় না।তবে ইচ্ছাকৃত সুন্নত তরক করা কখনো বৈধ হবে না।
(৪) প্রশ্নের বিবরণ অনুযায়ী তখন হায়েযের সুস্থতা ধরে নিবেন। লজ্জাস্থানের ভিতরেই হায়েযের রক্ত সম্পূর্ণ সাদাস্রাবের রূপ নেওয়া পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজনিয়তা পড়বে না।