জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
আল্লাহ তা'আলা বলেন,
ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।(সূরা-নিসা-২৯)
ﻭَﻻَ ﺗُﻠْﻘُﻮﺍْ ﺑِﺄَﻳْﺪِﻳﻜُﻢْ ﺇِﻟَﻰ ﺍﻟﺘَّﻬْﻠُﻜَﺔِ ﻭَﺃَﺣْﺴِﻨُﻮَﺍْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻳُﺤِﺐُّ ﺍﻟْﻤُﺤْﺴِﻨِﻴﻦَ
তোমরা নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন করো না। আর মানুষের প্রতি অনুগ্রহ কর। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন।(সূরা বাক্বারা-১৯৫)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
( ﻻ ﺿَﺮَﺭَ ﻭَﻻ ﺿِﺮَﺍﺭَ )
ইসলামে নিজের ক্ষতি করা ও অন্যকে ক্ষতি পৌছানোর কোনো বিধান নাই।(সুনানু ইবনি মা'জা-২৩৪১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উক্ত ছাগল জবাই করে তার গোশত খাওয়া হারাম নয়।
বরং হালাল।
তবে কুকুরটি যদি বিষাক্ত হয়ে থাকে,বিজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে এই গোশত খাওয়া যদি শরীরের জন্য ক্ষতিকর হয়,সেক্ষেত্রে সেই ছাগলের গোশত খাওয়া উচিত নয়।
(০২)
এক্ষেত্রে বাদ্য-বাজনার ব্যবহার না থাকলে এবং ধোকা মূলক কোনো কাজ না থাকলে ইনকাম হারাম হবেনা।
তবে ভিন্ন বৈধ পদ্ধতিতে ইনকাম করার পরামর্শ থাকবে।
(০৩)
এটা যেহেতু নফল ইতেকাফ,তাই কাজা আবশ্যক হবেনা।
তারপরেও নফল শুরু করা দ্বারা পূর্ণ করা আবশ্যক হয়ে যায়,এই হিসেবে পবিত্র হওয়ার পর এক দিন এক রাত ইতেকাফ আদায় করে নিবে।
★আপনার মান্নত পূরন হয়েছে।