রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কুকুর দেখতে পাই, অনেক সময় একদম পিছনে দেখতে পাই, আমি তো পিছন দিকে দেখতে পাইনা যে কুকুর কাপড়ে স্পর্শ হয়েছে কিনা, কিন্তু আমার কাছে মনে হয় যে, পিছন সাইড দিয়ে কুকুর যাওয়ার সময় যদি আমার কাপড়ে লেগে থাকে? আমি এসে ওই কাপড়ে নামাজ পড়ি। এখন আমার প্রশ্ন, গন্তব্য তে আসার পর যদি কাপড়ে কোনো নাপাকি না দেখতে পাই তাহলে কি কাপড় পাক বলে ধরে নিব? কারণ রাস্তায় তো সারাক্ষণ ই কুকুর থাকে। পিছনে কিভাবে খেয়াল রাখবো। আর আমি কুকুরস্পর্শ হইসে কিনা এরকম কিছু বুঝতে পারি নি। তাহলে কি স্পষ্ট নাপাকি দেখতে না পেলে কাপড় পাক বলেই ধরে নিবো?
কতো টুকু অংশ তে ময়লা দেখতে পেলে সেটা নাপাক?