আসসালামু আলাইকুম
কোনো একটি গুনাহ করার সময় আমরা সেটা নফসের তাড়নায় করে ফেলি। তবে ভালো কাজ যেগুলো সওয়াবের নয় হয়তোবা, তবে গুনাহের নয়, এগুলো মূলত দুনিয়াবি কাজ, যেমন: ব্যায়াম করা, নিজের যত্ন নেয়া, ইংরেজিতে দক্ষতা লাভ করা,নিজের লেখাপড়ায় মনোনিবেশ করা, কোনো একটা স্কিল শেখা, ব্যায়ামের কোনো কঠিন বিষয় শেখা, নিজের এমন কাজ করা যেটা প্রাত্যহিক জরুরি নয়। কিন্তুু এসকল কাজগুলো আমাদের বিভিন্ন দরকারে পড়তে পারে জীবনের যেকোনো সময়। এসব করার আগে স্বাভাবিকভাবে মনে হয় না এগুলো আল্লাহর জন্য করছি। এ ধরনের কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাই না। একারণে এ ধরনের কাজে ইচ্ছা কমে যায়। এধরণের কাজ করার ক্ষেত্রে কি ধরনের আকিদা রাখব যাতে ভালো কাজ করার ক্ষেত্রে ইমানী সমস্যা দেখা না দেয় এবং কাজ সম্পাদনে অনুপ্রেরণা পেতে পারি, সেই সাথে কাজ করতে নিজেকে উদ্দীপ্ত রাখতে পারি এবং নিজেকে ব্যস্ত রাখতে পারি?
বিঃদ্রঃ আমার অনেক সময়ই অনর্থকভাবে কেটে যায়।
জাযাকাল্লাহু খাইরান