আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরাকাতুহ।
আমার নিচের সারির ৩ টি দাঁত ফেলা হয়েছে। এখন আমি যদি ঐ জায়গায় আলাদা দাঁত লাগাই তাহলে মৃত্যুর পর তো তা খুলা যাবে না। তো মৃত্যু পরবর্তী অবস্থায় এই আলাদা দাঁত লাগানো থাকলে কি আমার গুনাহ হবে? নাকি মৃত্যুর আগে তা খুলতে হবে? রুট ক্যানেল করালেও আলাদা দাঁত ব্যবহার করা হয়। এটা কি জায়েজ আছে?