আমাদের এলাকাই দুটো মাসজিদ আছে।একটা একটু দূরে।কাছের যে মাসজিদ ওখানে আওয়াল ওয়াক্তে জামাআত হয়(এলাকার সবাই আবার এই মাসজিদে যায় না।তারা বলে এটা নাকি আহলে হাদিস,মোহাম্মদি,সৌদি আরবকে ফলো করে ইত্যাদি।)
আমার এক বন্ধু বলল কাছের মাসজিদে সলাত আদায় না করে অন্য জায়গাতে না যাওয়া উত্তম।কিন্তু ঐ মাসজিদের ইমাম সূরা ফাতিহা তিলওয়াতের সময় বলে (ওয়ালাদ যোয়াল্লিন) আর সম্ভবত তিনিও হাফেজ।আমি তো জানি ভুল তিলওয়াতে সলাত আদায় করলে তা কবুল হয় না।
এখন আমার প্রশ্ন হলো আমার সলাত আদায় করা উচিত হবে কিনা ঐ মাসজিদে?
আমার বিগত সলাত কি তাহলে আদায় হয় নি?