ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
তাহিয়্যাতুল ওজুঃ-
আদ্দুর্রুল মুখতার(২/২২) গ্রন্থে বর্ণিত রয়েছে,
في الدرالمختار ،ج:٢ ص:٢٢
(وَنُدِبَ رَكْعَتَانِ بَعْدَ الْوُضُوءِ) يَعْنِي قَبْلَ الْجَفَافِ كَمَا فِي الشُّرُنْبُلَالِيَّة عَنْ الْمَوَاهِبِ
ওজুর পর ওজুর পনি শুকানোর পূর্বে দুই রা'কাত নামায পড়া মুস্তাহাব। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1330
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) তাহিয়্যাতুল ওযুর নামাজ পড়ার পর ফরজ নামাজ পড়া শুরু করে নেওয়ার পর যদি ওযু ভেঙ্গে যায়,তাহলে তখন অজুর পরবর্তী তাহিয়াতুল ওযুর নামাজ পড়তে হবে না। তারপর ফরজ পড়ে নেয়াটাই যথেষ্ট।
(২) তাহিয়াতুল ওজুর নামাজ ৫ ওয়াক্ত ফরজ নামাজ সহ অন্যান্য নফল নামাজের আগেও পড়া যাবে। যখনই অজু করা হবে, সময় সুযোগ থাকলে তখনই তাহিয়্যাতুল অজুর নামায পড়া মুস্তাহাব। বিস্তারিত জানতে উপরের লিংকে ক্লিক করুন।
(৩) কুরআন তিলাওয়াতের উদ্দেশ্যে অজু করে আসলেও এই নামাজ পড়া মুস্তাহাব। ফজরের পর কিংবা আছরের পরের সময়টা অজু করলে তখন পড়া যাবে।
(৪) বিতরের ৩ রাকাত নামাজ পড়ার প্রকৃত নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/859