১। রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তায় পানির মতো ভেজা দেখা যায় অল্প জায়গায় কখনো কখনো, এটা কিসের পানি কিংবা পাক নাকি নাপাক কি ধরে নিতে পারি। বোরখা কি নাপাক হবে এক্ষেত্রে?যদি বোরখার নিচের অংশ সেখানে স্পর্শ করে। যদিও আমি পরে বোরখায় ভেজা দেখতে পাই নি, এরকম টা অনেক সময় ই হয় তাই প্রশ্ন করা শায়েখ।
২। নাপাক বা বাহিরে থেকে আসা কাপড় একটা ঝুড়ি তে রাখি পরে ফ্রী সময় এ ধৌত করার জন্য, হাঁটা চলা করার সময় ওই ঝুড়ির শুকনা নাপাক কাপড়ের সাথে যদি আমার পরিধান কৃত পাক কাপড় স্পর্শ লাগে তাহলে কি নাপাক হয়ে যাবে? (পাক এবং নাপাক উভয় কাপড় ই শুকনা)
৩। রাস্তার সবখানে কুকুর চলাফেরা করে, অনেক সময় ই গা এর পাশে দিয়ে যায়, কুকুরের গা যদি শুকনা থাকে তাহলে কি কাপড়ে স্পর্শ লাগলে কাপড় নাপাক হবে?
৪। রাস্তায় যে ময়লা বা মাটি থাকে তা যদি বোরখা বা কাপড়ে লাগে আর বোরখায় যদি দৃশ্যমান কোন নাপাক না দেখতে পাই তবে সেটা কে কি পাক ধরে নিতে পারবো?
৫। ফরজ গুসল এর আগে তো বালতিতে পানি ভরিয়ে নেয় আমি, শরীরের পানি দেয়ার সময় ২/৪ ফোটা পানি বালতি তে পড়লে কি পানি নাপাক হয়ে যাবে?
৬। নামাজে তাশাহুদ পড়ার সময় বাম পা ডান পায়ের নিচে আর ডান পা সোজা রেখে আঙুল গুলো পশ্চিম দিকে করে রাখতে হয়, ডান পা এভাবে বেশিক্ষণ রাখতে পারি না, নামিয়ে পশ্চিম দিক করে রাখি, এভাবে কি নামযের কোন সমস্যা হবে?
প্রিয় শায়েখ, এই সমস্যা গুলো দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। উত্তর গুলো জানা খুব জরুরি। অনুগ্রহ করে উত্তর এবং পরামর্শ দিয়ে সহায়তা করবেন হুজুর।