১)আস্সালামুআলাইকুম,,হুজুর আলিম কোর্সে ভর্তি হলে নাকি সিঙ্গেল কোর্স গুলো করার আর প্রয়োজন হবেনা ,,কিন্তু হুজুর আমি আলিম কোর্সের সাবজেক্ট গুলোতে দেখলাম হিফজুল কোরআন কোর্স টি নেই ,,,তাহলেকি হুজুর আমি হাফেজ হবার জন্য সিঙ্গেল কোর্সে ভর্তি হবো ? আর আমিতো কুরআন পড়তে জানিনা হুজুর ,,
২)এখানেকি শুন্য থেকে কুরআন তিলাওয়াত শিখানো হবে ? আমাকে দয়াকরে একটু বিস্তারিত জানাবেন!?
৩)আর হায়েজের সময় বোনদের হিফজ করার বিষয়টি কিভাবে করা হবে,, গ্যাপ পূরণের জন্য কি কোনো বেবস্থা থাকবে ?
৪)হুজুর আমার খুবই আশা হাফেজা হবার দয়াকরে পরবর্তী হাফেজ কোর্স কবে শুরু হবে একটু বলুন প্লিজ ?
৫)যারা মাওলানা তারা বেশি বড় ,নাকি মুফতি ? আগে মাওলানা শেষ করে তারপরেকি মুফতি হতে হয় ?
৬)দয়াকরে একটু বলবেন গাজা সিরিয়ায় কিভাবে দান করবো ?? প্লিজ একটু বলুন ,,