ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
"জামাই আমাকে ফেসবুক চালাতে না করে এটা নিয়ে তর্ক হলে সে এক পর্যায়ে বলে আমি ১০০বার চালাব।তখন সে বলে তাহলে ঘরের চৌকাঠ পালটিয়ে ফেলব?"
উক্ত বাক্য দ্বারা তালাক হবে না। কেননা এখানে ফেইসবুক চালানোর উপর ভবিষ্যত কালে তালাকের ওয়াদা করা হচ্ছে। আর ভবিষ্যত কালে তালাকের ওয়াদা করলে তালাক হয় না। কেননা 'ফেলব' শব্দটি ভবিষ্যত কালে তালাকের ওয়াদা বুঝায়।
صيغة المضارع لا يقع بها الطلاق الا اذا غلب فى الحال كما صرح به الكمال بن الهمام (الفتاوى الحامدية، كتاب الطلاق-38، رشيدة)
وفى الدر المختار، بخلاف قوله طلقى نفسك فقالت أنا طالق، أو أنا اطلق نفسى، لم يقع لأنه وعد، (رد المحتار، كتاب الطلاق، باب تفويض الطلاق-3/319
(২)
"তুমার যা খুশি কর। তখন সে বলে, তুমার ডিভোর্স দরকারতো, দাড়াও! আমি তাই করতাছি"
এখানেও ভবিষ্যত কালে তালাকের ওয়াদা করা হচ্ছে। সুতরাং তালাক হবে না।