ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাব
https://ifatwa.info/3358/
নং ফাতওয়াতে আমরা বলেছি যে,
যদি
তোষকে বীর্য লেগে যায় তাহলে ইসলামের বিধান হল, যদি তা শুধু উপরের আবরণে লেগে থাকে এবং ভিতরে প্রবেশ না
করে, তাহলে
তা ঘষে তুলে ফেললে বা অন্য কোনভাবে দূর করে দেয়া দ্বারা পাক হয়ে যাবে। অথবা তিন বার
তার উপর দিয়ে পানি প্রবাহিত করে দেয়ার দ্বারাও পাক হয়ে যাবে। কিন্তু যদি তোশক নাপাকি
ভেতরে খুব ভালোভাবে চুষে নেয়, তা হলে তা তিন বার ধৌত করতে হবে এবং প্রতিবার ধৌত করার
পর শুকাতে হবে। শুকানোর অর্থ হচ্ছে তার উপর হাত রাখলে যেন ভিজে না যায়। বা তার ওপর
কিছু রাখলে তা ভিজবে না। (শামি
১/৩৩২)
(তোষকের
ভিতরে নাপাক গিয়েছে কিনা বুঝার জন্য কোনো উপায় না থাকলে গন্ধ শুকতে পারেন।)
যদি
লেপ তোষকে পেশাব লাগে আর তা নিংড়ানো না যায় তবে তিনবার ভালোকরে পানি প্রবাহিত করে ধৌত
করতে হবে। আর প্রত্যেকবার পানি প্রবাহিত করার পর এমনভাবে রেখে দিবে যাতে সমস্ত পানি
ঝরে যায়। এভাবে মোট তিনবার পানি প্রবাহের দ্বারা ধৌত করলে তা পাক হয়ে হবে। হাশিয়ায়ে
তাহতাবী আলাল মারাকী,
পৃষ্ঠা
নং ১৬১
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত তোষক উপরের পদ্ধতিতে পবিত্র করতে পারেন।
আর এভাবে ধৌত করে পবিত্র করা সম্ভব না হলে ড্রাই ওয়াশের মাধ্যমেও (নাপাকি দূর করার
শর্তে) পবিত্র করতে পারেন।
আর এটাও সম্ভব না হলে উক্ত তোষকের বাহ্যিক নাপাকি দূর করার পর
রোদে ভালোভাবে শুকিয়ে তার উপর পবিত্র কাপড় বিছিয়ে ঘুমানোও জায়েজ আছে। এতে কোনো সমস্যা
নেই। তবে এই ক্ষেত্রে তোষক নাপাকিই থাকবে।