ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) কারো থেকে মিথ্যা বলে কিংবা চুরি করে টাকা নেওয়ার পর তাকে না জানিয়ে টাকা গুলো দিলেও তা শোধ হবে, তাকে না জানিয়ে দিতে পারবেন। তবে মিথ্যা বলে বা চুরি করে টাকা নেওয়া নাজায়েয ও হারাম।
(২) জ্বী, বর্তমান পরিস্থিতিতে আপনি ঘুমাতে পারবেন বা এই কথাটাকে ফিরিয়ে নিতে পারবেন।
(৩) বিধর্মীদের দেখে তাদের মতো পোস্ট করা যাবে, তবে বিধর্মীদের ধর্মীয় কোনো বিষয়ে তাদের অনুসরণ করা যাবে না।
(৪) মোবাইল ফোনের কেনা টাকায় যদি হালাল হারাম টাকা মিশে থাকে, তাহলে সেটাকে ব্যবহার করতে পারবেন।তবে হারাম যত টাকা এতে ব্যয় হয়েছে, সেই পরিমাণ টাকা সদকাহ করে দিতে হবে।
(৫) বিধর্মীদের আকা ছবি দেখেও আকতে পারবেন না।তবে প্রানির ছবি না থাকলে আকতে পার
(৬) রোযা অবস্থায় মাটির চুলায় রান্না করা যাবে। তবে ইচ্ছাকৃত ধোয়াকে নাকের ভিতর করানো যাবে না।করলে রোযা ফাসিদ হয়ে যাবে।
(৭) পেইজে হোমডেকর এর ছবি আপলোড দেওয়া যাবে পেইজ সেল করার উদ্দেশ্য, তবে শর্ত হল, প্রাণীর ছবি থাকতে পারবে না।