وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরীয়তের বিধান হলো, স্ত্রী গরিব হোক বা ধনী। অসুস্থ হোক সুস্থ। বৃদ্ধা হোক বা যুবতী,সর্বাবস্থায় স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব স্বামীর ওপর। এমনকি স্বামীর অনুমতিক্রমে স্ত্রী তার বাবার বাড়ি থাকলেও ভরণ-পোষণের অধিকারী হবে।
তবে স্বামীর অবাধ্য হয়ে স্ত্রী পিত্রালয়ে বা অন্য কোথাও চলে গেলে ভরণ-পোষণের অধিকারী হবে না।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
، اتَّقُوا اللَّهَ فِي النِّسَاءِ، فَإِنَّكُمْ أَخَذْتُمُوهُنَّ بِأَمَانَةِ اللَّهِ، وَاسْتَحْلَلْتُمْ فُرُوجَهُنَّ بِكَلِمَةِ اللَّهِ، وَإِنَّ لَكُمْ عَلَيْهِنَّ أَنْ لَا يُوطِئْنَ فُرُشَكُمْ، أَحَدًا تَكْرَهُونَهُ، فَإِنْ فَعَلْنَ فَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، وَلَهُنَّ عَلَيْكُمْ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ،
তোমরা নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। কেননা তাদেরকে তোমরা আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো এবং আল্লাহর বিধান মোতাবেক তোমরা তাদের লজ্জাস্থানকে নিজেদের জন্য হালাল করেছো। তাদের উপর তোমাদের অধিকার আছে, তারা যেন তোমাদের অপছন্দনীয় ব্যক্তিকে তোমার ঘরে স্থান না দেয়। তারা এরূপ করলে তাদেরকে খুবই হালকা মারধর করো।
‘তাদের ভরণ-পোষণের দায়িত্ব তোমাদের ওপর। তোমরা তা স্বাভাবিকভাবে আদায় করবে।’ (আবু দাউদ, হাদিস : ১৯০৫)
আরো জানুনঃ-
স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে নিজ পিত্রালয়ে বা অন্য কোথাও চলে গেলে ভরণ-পোষণের অধিকারী হবে না।
,
তবে অবাধ্য হয়ে কোথাও চলে না গিয়ে স্বামীর বাসাতেই থাকলে স্ত্রী ভরণ-পোষণের অধিকারী হবে
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া বাহিরে গিয়ে থাকে,সেক্ষেত্রে সে ভরনপোষণ পাবেনা।
হ্যাঁ যদি স্বামীর অনুমতিতে বাহিরে গিয়ে থাকে,সেক্ষেত্রে সে ভরনপোষণ পাবে।
প্রশ্নে উল্লেখিত ছুরতে স্ত্রী যেহেতু স্বামীর অনুমতিতেই তার বাসায় গিয়ে থাকছে,সুতরাং সে স্বামী হতে ভরনপোষণ পাবে।
এমতাবস্থায় তার স্ত্রীর ভরনপোষণ স্ত্রীর নিকট বা স্ত্রীর বাবা মার নিকট দিয়ে যেতে হবে।
হ্যাঁ যদি স্ত্রীর বাবা মা তাহা নিতে অস্বীকৃতি জানায়,সেক্ষেত্রে তাহা আর দিতে হবেনা।
এক্ষেত্রে স্ত্রীর বাবা মার কাজটি জামাইয়ের প্রতি ইহসান আর দয়া বুঝাবে।
(০২)
স্বামীর অনুমতি নিয়ে থাকলে ভরনপোষণ দেয়া লাগবে।
স্বামীর অনুমতি ছাড়া থাকলে বা নিষেধ করার পরেও থাকলে সেক্ষেত্রে স্বামীর উপর ভরনপোষণ দেয়া আবশ্যক হবেনা।