আসসালামুয়ালাইকুম,
আমি জানতে চাইছিলাম যে, বিকাশ থেকে যদি কেউ টাকা উত্তোলন করার জন্য আমাকে দেয় টাকা উত্তোলন চার্জ সহ (ক্যাশ আউট)আর আমি ক্যাশ আউট না করে ব্যাংকের মাধ্যমে ডেভিড কার্ড বা পেমেন্ট এর মাধ্যমে টাকা উত্তোলন করি যেখানে ক্যাশ আউট এর তুলনায় খরচ কম এবং কিছু টাকা অবশিষ্ট থাকবে, অবশিষ্ট যে টাকা থাকবে সেটা কি নেয়া জায়েয হবে।এই টাকা উত্তোলন করার ক্ষেত্রে আমার শ্রম আছে ব্যাংকে যাওয়া আসা।
যিনি টাকা টা উওলন এর জন্য দিবেন তাকে যদি বলে নেয়া যায় যে আমি এই টাকা উত্তোলন করবো ব্যাংক বা পেমেন্ট এর মাধ্যমে। উওলন এর পর যে অবশিষ্ট টাকা থাকবে সেটা আমি সার্ভিস চার্জ হিসেবে নিবো।১৪.৯০/১৮.৫০ খরচ কাটে ক্যাশ আউট এ আর ব্যাংকে খরচ কাটে ৮/১০/১২.৫/১৩.৯০.
এখন অবশিষ্ট যেমন ৪-৭ টাকা যদি সার্ভিস চার্জ হিসেবে রাখা হয় তাহলে কি হালাল হবে কি না।
যদি ঐ ব্যক্তির ক্যাশ আউট এর দৈনিক লিমিট না থাকে বা দোকানে পযাপ্ত পরিমানে ক্যাশ না থাকে, ইমার্জেন্সি ক্ষেএ তে এই ভাবে টাকা উত্তোলন করা যাবে কি না।
আশা করছি ইনশাআল্লাহ সঠিক সমাধান পাবো।