আসসালামুয়ালাইকুম
আমার স্বামীর অনেক লক্ষ টাকার ঋণ আছে নিজেদের বসবাসের জন্য ঘর করতে যেয়ে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে গিয়েছে। প্রত্যেক মাসে তার চলতে গেলে অন্যজনের কাছ থেকে ঋণ নিয়ে চলতে হয়। তার ব্যক্তিগতভাবে একটা টাকাও সঞ্চয় নাই। বেতনের টাকা কিস্তিতে আর বাসা ভাড়া খাওয়া-দাওয়া শ্বশুর বাড়িতে টাকা পাঠানোতেই শেষ হয়ে যায় এবং মাসের শুরুতে বেতনের টাকা, এক টাকাও কাছে থাকে না সব ঋণ পরিশোধে চলে যায়। পরে নিজেদের চলার জন্য অন্য একজনের কাছ থেকে কর্জ নিয়ে চলতে হয় এভাবে মাসের পর মাস চলতেছে। আমার মায়ের কিছু যাকাতের টাকা আছে । মা যাকাতের টাকা দিতে চাই জামায়ের ঋণ পরিশোধের উদ্দেশ্যে। সেক্ষেত্রে শুনেছি মা বাবার যাকাতের টাকা সন্তান নিতে পারে না সন্তানের যাকাতের টাকা মা-বাবা নিতে পারেনা।
এই পরিস্থিতিতে কি সে যাকাত পাওয়া উপযুক্ত?
এক্ষেত্রে জামাই কি পাবে তার শ্বশুর শাশুড়ির যাকাতের টাকা?
সেই টাকা দিয়ে পরিবারের সকলের উদ্দেশ্যে খাবার, ঔষধ কেনা বা অন্য কিছু কিনতে পারবে কিনা ?