আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
জাওজের অফিসের পিকনিকে লটারি কুপন কমপক্ষে ৩টি কেনা বাধ্যতামূলক। এজন্য লটারি না ধরে উপায় থাকে না। তবে সবাই পুরষ্কার পাবে।
১. উক্ত লটারি থেকে প্রাপ্ত পুরষ্কার কি তার আহলিয়া কিনে নিতে পারবে? আর জাওজ সেই টাকা দান করে দিবে। এক্ষেত্রে বিক্রয়মূল্য কি পুরষ্কারের সমমূল্যের হতে হবে?
২. জাওজ পুরষ্কার নিজের কাছে রেখে দিলে কি পুরষ্কারের সমমূল্যের টাকা দান করে দিতে পারবে?
৩. উক্ত ক্ষেত্রে টাকা বা পুরষ্কার সদকা কি গরীবদেরই দিতে হবে?
৪. যদি প্রত্যেকেই কুপন কেনার টাকার সমমূল্যের অথবা বেশি মূল্যের (কমে নয়) পুরষ্কার পায়, তাহলে কি উক্ত পুরষ্কার জায়েজ হতে পারে?