জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :«صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا : قَومٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ البَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ، رُؤُوسُهُنَّ كَأَسْنِمَةِ البُخْتِ المائِلَةِ لاَ يَدْخُلْنَ الجَنَّةَ، وَلاَ يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكذَا». رواه مسلم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘দুই প্রকার জাহান্নামী লোক আমি [এখন পর্যন্ত] প্রত্যক্ষ করিনি [অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে]: এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মত চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। এমন এক শ্রেণীর মহিলা, যারা [এমন নগ্ন] পোশাক পরবে যে, [বাস্তবে] উলঙ্গ থাকবে, [পর পুরুষকে] নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও [পর পুরুষের প্রতি] আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মত। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ এত এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে।’’
(মুসলিম ২১২৮, সহীহাহ্ ১৩২৬, সহীহ আল জামি‘ ৩৭৯৯, সহীহ আত্ তারগীব ২০৪৪।)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
পরপুরুষ আকৃষ্ট হবে,এমন কোনো পোশাক পরে পর পুরুষ এর সামনে যাওয়া পর্দার খেলাফ।
সুতরাং পরপুরুষদের মাঝে আকর্ষন সৃষ্টি হয়,এমন কোনো পোশাক পরে পর পুরুষ এর সামনে যাওয়া জায়েজ নেই।
এতে গুনাহ হবে।
(০২)
আপনি মা'যুর না হলে এভাবে নামাজ আদায় করা জায়েজ হবেনা।
আপনি মা'যুর কিনা? এ সংক্রান্ত বিস্তারিত জানুনঃ-
(০৩)
এটা সঠিক নয়।
আপনি নিজ আকীদা বিশুদ্ধ রাখবেন।
স্যারকে কিছুই বুঝাতে হবেনা।
স্যার এধরণের আলোচনা করলে মনে প্রানে তাহা ঘৃণা করবেন।
(০৪)
এক্ষেত্রে শরীরের যেখানে যেখানে সাদা স্রাব লেগেছে,সে সে স্থান ধোয়া লাগবে।
বিষয়টি সম্পর্কে নিশ্চিত না হলে লজ্জাস্থান হতে থেকে পা পর্যন্ত ধুয়ে নিবেন।
কোমড়ে লাগার যেহেতু সম্ভাবনা নেই,তাই কোমড় ধোয়া আবশ্যক নয়।
(০৫)
২০ রাকাত তারাবির নামাজ আদায় করা সুন্নাতে মুয়াক্কাদা।
বিস্তারিত জানুনঃ-
(০৬)
আপনার মধ্যে ওয়াসওয়াসার রোগও আছে।
অযু ভেঙ্গে যাওয়া সম্পর্কে নিশ্চিত না হলে নামাজ চালিয়ে যাবেন।
নামাজের মাঝে অযু ভেঙ্গে যাওয়া সম্পর্কে নিশ্চিত হলে পাক হয়ে এসে যেখানে নামাজ ছেড়ে গিয়েছিলেন, সেখান থেকেই আদায় করবেন।
অযু করতে যাওয়া আসার ক্ষেত্রে কোনো কথাবার্তা বলবেনা।