আসসালামু আলাইকুম।
নগদ এপের ইসলামিক একাউন্ট ভার্শনে টাকা সেন্ড মানি করলে ০৫ টাকা চার্জ কেটেছে শো করে। এবং প্রতিবার সেন্ডমানির একদম সাথে সাথেই ০৫ টাকা যেমন কেটে রাখে এবং ততক্ষণাৎ আবার ০৫ টাকা Gift amount হিসেবে যোগ করে দেয়। এটা কি বুঝতে পারছিনা.। শুনেছি নগদে নাকি সেন্ড মানি ফ্রি। কিন্তু এই পাঁচটাকার বিষয়টা তাহলে কি?
এই গিফট এমাউন্ট টা কি বিকাশ ক‍্যাশবাকের মতো হারাম নাকি এটা হালাল?