আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
একজন আমাকে নিম্নের প্রশ্ন ও উত্তর-টি পাঠিয়েছেন, চেক করে দেখার জন্য। আমি তো দেখে ‘থ’ হয়ে গিয়েছি। এইরকম উত্তর, ব্যাখ্যা কখনো চোখে পড়ে নি। তাৎক্ষণিকভাবে তাকে কিছু বলতে পারে নি, আমি বলেছি, আমি জেনে জানাবো ইনশাল্লাহ।
উনি নাকি কোনো এক ফেইসবুক গ্ৰুপের মেম্বার এবং ওখানেই এটি পেয়েছেন।
আমি শুধু এতটুকু বললাম, দ্বীন এর জ্ঞান যেই সেই জায়গা থেকে নিতে গেলে বিপদ। এটা খুবই সেনসিটিভ এবং নির্ভরযোগ্য ও মুহাক্কীক আলেম ব্যতীত অন্য কোনো জায়গা থেকে এইসব জ্ঞান আহরণ করা খুবই বিপদজনক।
মুহতারাম এর কাছে আবেদন, একটু চেক করে দেখবেন এবং যথোপযুক্ত উত্তর দিবেন।
প্রশ্ন: সল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম এই দরুদ দিয়ে কি জিকির করা যাবে? শুক্রবারে আমরা যে দরুদ পড়ি সেখানে কি এই দরুদ পড়া যাবে?
উত্তর: জ্বী না!
দরুদ মানে হচ্ছে আল্লাহর কাছে রসুল ﷺ এর জন্য রহমত,বরকত ও শান্তির দোয়া করা!
صلى الله عليه وسلم
এই দরুদের অর্থ হচ্ছে- আল্লাহ তাঁর প্রতি সালাত (দয়া) ও সালাম (শান্তি) বর্ষণ করুন।
অর্থাৎ যখন আমরা বলি, রসুল ﷺ তখন আমরা আসলে বলি, "আল্লাহ রসুলের প্রতি সালাত ও সালাম বর্ষন করুন"
অতএব রসুল ﷺ এর নাম নিলে এই দরুদ পড়া জায়েজ!
তবে যখন আমরা জিকির করি তখন আমরা রসুল ﷺ এর নাম নেই না! শুধু বলি, সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
যার অর্থ, "তার উপর সালাত ও সালাম বর্ষিত হোক!
এখন প্রশ্ন হলো এখানে তার মানে কার? এটা এই দরুদে উল্লেখ নেই।
তাই জিকিরের সময় যে দরুদ পড়তে হবে সেই দরুদে উনার নাম উল্লেখ করতে হবে।
যেমন নিচের দরুদগুলো ও তাদের অর্থ লক্ষ্য করুন-
১.
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
অর্থ: হে আল্লাহ! আপনি মুহা’ম্মদ এবং তাঁর পরিবার-পরিজনদের উপর রহমত বর্ষণ কর।
২.
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ
অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের নবী মুহাম্মাদের উপর সালাত ও সালাম বর্ষণ করুন।
দুইটা দরুদেই মুহাম্মদ নামটি এসেছে! অর্থাৎ এগুলো দিয়ে জিকির করা যাবে।
তবে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরুদটিতে শুধু সর্বনাম ব্যবহৃত হয়েছে, রসুল ﷺ এর নাম আসেনি । যার কারনে প্রশ্ন থেকে যায় যে,শান্তি ও সালাম কার ওপর বর্ষিত হবে?
তাই এই দরুদ জিকির হিসেবে ব্যবহার যাবে না!
শায়েখ আসিম আল হাকিমকে প্রশ্ন করা হয় যে, সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দরুদটি কি শুক্রবারে আযকারে ব্যবহার করা যাবে যেহেতু এই দরুদে মুহাম্মদ নামটি নেই?
উত্তরে তিনি বলেন, "এটা বৈধ হবে না কারন এখানে রসুল ﷺ এর নাম/সর্বনাম নেই!"
শুক্রবারে আমরা এতো বেশি করে দরুদ পড়ি! তবে দরুদ যদি বৈধই না হয় ভ্যালিড না হয় তাহলে তো ফলাফল শূন্য!
এ ব্যাপারে নিজে সতর্ক থাকবেন এবং সবাইকে জানিয়ে দিবেন ইন শা আল্লাহ!
(সংগৃহীত)