বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
"আমার বাবা একজনের থেকে জমি কিনেছিলেন, তখন তাদের এক ওয়ারিশ (বোন)মারা গিয়েছিল তার টাকা দেয়া হয়নি।"
আপনার বাবা কিভাবে কিনেছিলেন? সেই পদ্ধতি আপনি স্পষ্ট করে বলেননি। প্রত্যেকজন থেকে কি আলাদা আলাদাভাবে কিনেছিলেন? সেটাও স্পষ্ট। সুতরাং আপনি কমেন্টে স্পষ্ট করে বলবেন।
যদি প্রত্যেকের কাছ থেকে তাদের হিস্যা পৃথক পৃথকভাবে ক্রয় করে থাকেন, এবং কোনো একজনের জমির মূল্য দিতে ভুলে যান, তাহলে এখন আপনাদের ঐ ব্যক্তির জমি হয়তো ফিরিয়ে দিতে হবে অথবা বর্তমান মূল্যে ক্রয় করে নিতে হবে।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)