ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে, “শাবান মাসের অর্ধেক পার হলে তোমরা রোযা রেখ না।” [সুনানে আবু দাউদ (৩২৩৭), সুনানে তিরমিযি (৭৩৮) ও সুনানে ইবনে মাজাহ (১৬৫১), আলবানি সহিহ তিরমিযি গ্রন্থে হাদিসটিকে সহিহ আখ্যায়িত করেছেন]
ফাতহুল কাদির গ্রন্থে এ সম্পর্কে বলা হয়,যেই ব্যক্তি শা'বান মাসের প্রথমার্ধে রোযা না রেখে শুধুমাত্র শেষার্ধে নফল রোযা রাখতে চায় তাদের জন্য এই নিষেধাজ্ঞা প্রদাণ করা হয়েছে।
"الثالث: ما أخرج الترمذي عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: "إذا بقى النصف من شعبان فلاتصوموا". وقال: حسن صحيح، لايعرف إلا من هذا الوجه على هذا اللفظ، ومعناه عند بعض أهل العلم: أن يفطر الرجل حتى إذا انتصف شعبان أخذ في الصوم" فتح القدیر(2 / 316)
মোটকথাঃ-
শা'বান মাসের শেষার্ধে তবে ২৮ শা'বানের পূর্ব পর্যন্ত কাযা,কাফফারার, মান্নতের রোযা রাখা যাবে। তাছাড়া ঐ ব্যক্তি নফল রোযা রাখতে পারবে, যে শা'বান মাসের প্রথমার্ধেও রোযা রেখেছে।