আসসালামু আলাইকুম। আমি কি চাকরি পেলে জয়েন না করার নিয়তে বিসিএস দিতে পারি? আমার হাইয়ার স্টাডিজের ইচ্ছা নেই। কিন্তু আশেপাশের মানুষ পড়ালেখায় ভালো না হলে তাদের গোনায় ধরে না। এখানে উল্লেখ করি আমার ডিভোর্স হয়ে যায় (হাজবেন্ডের মাহরাম নারীদের উপর কুনজর ছিল, সৎ উপার্জন, ফরয বিধানে ঘাটতি ইত্যাদি কিন্তু বিয়ের আগে তাকে প্রাক্টিসিং ভাবতাম লেবাসের কারণে )। কিন্তু আমার হাজবেন্ডের পজিশন ভালো ছিল। এটা নিয়ে বিয়ের সময় আমাকে অনেকে অর্থলিপ্সু বলেছে পাব্লিকলি। এখন আমার রেজাল্ট খারাপ হওয়ায় নতুন কোন ভালো প্রস্তাব আসলেও এরকম কথা বলতে পারে আমার বন্ধুবান্ধব। কারণ সবাই এখনো যেকোনো সুযোগে আমার সামনে পিছনে বলে যে তাদের হাজবেন্ডরা ভালো পজিশনে বলে আমি হিংসা করি আর আমি ভালো কাউকে পাওয়ার অপেক্ষা মাত্র, পেলেই লুফে নেব টাইপ। ওরা এমনকি পরিচিত বিবাহিত পুরুষ টিচারদের নিয়েও ভাবে যে আমি তাদের মাসনা হতে চাই(আমি প্রয়োজন ছাড়া কথা না বলার চেষ্টা করি)। এজন্য আমি বিসিএসটা দিতে চাচ্ছিলাম। এভাবে কি জায়েয হবে?