আসসালামু আলাইকুম শাইখ, আমার এক বন্ধু এ বছর প্রাইভেট মেডিকেলে এমবিবিএস ভর্তি হবে। এখানে সম্পূর্ণ পড়া শেষ করতে প্রায় ২০-২৫ লক্ষ টাকা খরচ হবে এবং এর বেশিরভাগই প্রায় ২২ লক্ষ টাকা এখনই পরিশোধ করতে হবে। তার বাবা একটি ইনসুরেন্স কোম্পানিতে কর্মরত আছে। যেহেতু সেই প্রতিষ্ঠান সুদি লেনদেনের সাথে জড়িত, তাই বন্ধুর ধারণা তার বাবার ইনকাম হালাল না। তবে তার বাবা তাকে পড়াশোনার জন্য যে খরচ দিচ্ছে এতে সেই ইনসুরেন্সের মাধ্যমে আসা অর্থের পরিমাণ ৫-৬ লাখ। বাকিটা জমি বিক্রয়, ও গহনা এবং বিনা সুদে নেয়া ঋণও আছে। এখন তার প্রশ্ন হলো,
১. সে তো সারাজীবন তার পিতার টাকায় পড়েছে, এটা সামনে তার জীবনে শরীয়াহর দিক থেকে কোনো সমস্যা হবে কি না। যে এই শিক্ষালব্ধ জ্ঞান থেকে ইনকাম করতে পারবে না এমন কিছু?
২. সে যদি এখন এই আংশিক হারাম অর্থ দিয়ে এমবিবিএস পড়তে ভর্তি হয় সেক্ষেত্রে সে চাকরীজীবনে একজন ডাক্তার হিসেবে আয় করলে সেই টাকা হালাল হবে কি না? কিংবা চিকিৎসক হিসেবে প্র্যাক্টিস করার ক্ষেত্রে শরীয়াহর দিক থেকে তার জন্য কোনো বাধা থাকবে কি না?
৩. সে এখনো তেমন উপার্জন না করায় খরচের জন্য বাবার উপর নির্ভর করে। কিন্তু হারাম অর্থের খাবার গ্রহণের ব্যাপারে তো শরীয়াহতে অনেক কঠোরতা আছে। এমতবস্থায় সে কী করতে পারে যেন তার আহারকৃত খাবার যেন হালাল হয়। এছাড়া তার পরিধানের পোশাক বা অন্যান্য আনুষঙ্গিক ব্যবহার্য বস্তুও কি হারাম হবে?