আসসালামুয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু:
১.শায়েখ আমার বাবা চরম রাগী মানুষ যে কোনো বিষয় এ রেগে জাই , রেগে আলতু ফালতু কথা বলে। বাবা মা কে খুব ভালোবাসে। কিন্তু যখন ঝামেলা হয় তখন বাবা মাকে না না রকমের বাজে কথা বলে যে গুলো কেনায়া বাক্যের মধ্যে পড়ে । মাঝে মাঝে এই রকম পরিস্থিতি দেখে আমি মা কে বলেছিলাম বাবা কে একটু সতর্ক ভাবে কথা বলার জন্য। মা বলছিলো তোর বাবার কোনো বুদ্ধি নেই, ওর কথা যেনো কান না দি। কিন্তু একবার একটা কথা বলেছিল বাবা যেটা কেনিয়া বাক্য । আমি বাবা কে নিয়ত এর কথা জিজ্ঞাসা করতে বলাই সে বলেছিল এমনি বলেছে কোনো নিয়ত নেই। তাকে দ্বিতীয় বার জিজ্ঞেস করায় সে রেগে গিয়ে বললো নিয়ত থাকলে কি হবে। একবার রেগে বললো নিয়ত ছিল। তাকে ভালো ভাবে আবারও জিজ্ঞাসা করা হলে বলে নিয়ত নেই।
২. শায়েখ, বেশ কিছু বছর আগের কথা যখন আমার কেনিয়া বাক্য সমন্ধে জানা ছিলনা ছোট ছিলাম। আমার দাদী আমার মা কে অনেক অত্যাচার করতো। বাবার কানে নানা রকমের মিথ্যা কথা বলে বাবা কে রাগিয়ে দিত। বাবা রেগে মা কে মারত, বাড়ি থেকে বের করে দিত। বা মা রাগ করে চলে যেত নানীর বাড়ি, । বাবা আবার মা কে নিয়ে আসত। আসলে বাবা মা কে খুব ভালো বাসে কিন্তু বাড়ির অত্যাচারে মা কে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। অনেক মার খেতে হয়েছে।
এখন বুজ শক্তি হওয়ায় এর সেই রকম কিছু হয়না।
কিন্তু এই সমস্ত ঘটনায় বাবা অনেক খারাপ কথা বলেছে যে গুলো কেনিয়া বাক্য। যেহেতু বিষয় টা অনেক পুরনো কথা , অনেক বছর হয়ে গেল । এই সব বিষয় নিয়ে বাবা বা মা কে কিছুই জিজ্ঞাসা করতে পারছিনা। আর জিজ্ঞাসা যদি করতে জাই বিশাল রেগে যাবে বাবা। হয়ত এমন বলবে সেই সময় বাড়িতে অনেক প্রবলেম ছিল তাই এমন হয়েছে, কোনো নিয়ত ছিল না । নানা জন নানা রকমের কথা বলতো অত্যাচার করতো , তাই রাগে সেই সব হয়েছে । যেহেতু অনেক ভয় আগে একবার জিজ্ঞাসা করা হয়েছিল বলেছিল নিয়ত নেই ১ নম্বর প্রশ্নে বলেছি। তাই আর ভয় জিজ্ঞাসা করতে পারছিনা।
বাবা কখনো তালাক শব্দ বলেনি।
শায়েখ এর জন্য কি কোনো তালাক হবে??
বাবা কে তো ভয় এ কিছু জিজ্ঞাসা করা যাচ্ছে না যেহেতু বহু বছর হলো । জিজ্ঞাসা না করলে এর জন্য কোনো সমস্যা হবে??