আসসালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লহ উস্তাদ।আমার বিয়ের কথা চলছে পাত্র পক্ষের সাথে। এখনো দেখানো হয়নি আমাকে।আজ ১৫দিন হলো পাত্রপক্ষ খোজ খবর নিচ্ছেন।আমি এই পর্যন্ত কয়েকবার ইস্তেখারার সলাত পড়েছি,তার মাঝে একদিন পড়া হয়নি সেদিন শুধু ইস্তেখারার দোয়া পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম।আমি সেদিন সকালের দিকে স্বপ্নে দেখি আমার খুব জমজমাট করে বিয়ে হচ্ছে,আর পর্দা ছাড়ায় আমাকে বিয়েতে সবার সামনে বসতে বলা হচ্ছে।পরিবেশ দেখে মনে হচ্ছে তখন পৃথিবীতে আর পর্দার নিয়ম নেই,আমিও তখন সেটা মেনে নিয়েছিলাম বরাবরি পর্দা করে এসেছি তাই সবার সামনে নরমালি যেতে পারছিলাম না। আমি সবাইকে একটু আবদার করছিলাম যাতে অন্ততো লম্বা গোল জামা যেনো দেই সাথে বড় উড়না।কিন্তু সবাই বলছে, "এখানতো পর্দার বিধান নেই"
এরপর কয়েকদিন পর আমার হয়েজ হয়ে যাওয়াতে ইস্তেখারার সলাত আর পড়া হয়নি,তবে ইস্তেখারার ছোট দোয়া পড়ে ঘুনিয়ে পড়তাম।বলা ভালো এই পাত্রের সবকিছু আমার পরিবারের এবং আমার ভালো লেগেছে তাই আমি খুব করে চাইছিলাম এখানে হোক।তাই প্রতি রাতে ঘুমানোর সময় দোয়া করতাম যাতে পজিটিভ বা নেগেটিভ যাই হোক রব যেনো উত্তমটা দেন এবং আমি স্বপ্নে কিছু দেখি।এরপর গতকাল আমি রাতে দেখি আমার বিয়ে হচ্ছে, পাত্র পক্ষের অনেক মহিলা হাতে ফুল দিয়ে সুন্দর করে সেজে হেসে হেসে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে আমি বউ সেজে বসে আছি।
আমাকে একটু বলবেন এই দুটো স্বপ্ন কি বুঝাতে চাচ্ছে।১ম স্বপ্নটা আমি জেগে দেখেছি নাকি ঘুমে আমার ঠিক মনে নেই।