১.আমার প্রায় এক গাদা কাপড় মেজর কোন নাপাকী ছিল না,সরাসরি কোন নাপাকী ও লাগে নি,দু একটা তে একটু সাদা স্রাব ও থাকতে পারে আমার মনে নেই,আর একটা তে হায়েজ ছিল কিনা মনে নেই,তবে সেই কাপড় আলাদা ধোয়া হয়েছে,কিন্তু আমি শুচিবায়ু টাইপ এর,ওয়াসওয়াসা আছে মোটামুটি,বাথরুম এ পানি খরচ করার সময় বদনার পানি বা খরচ করা পানি ছিটে,এটা নাপাকী কিনা ঠিকভাবে জানিনা,তাই আমি সব কাপড় নাপাক কাপড় এর মত ধুই,কিন্তু আমার নানু সব কাপড় ধুয়ে ফেলছে,ধোয়ার সময় তিনবার চিপে চিপে ধোয় নি,এক বালতিতে একই পানিতে একাধিক কাপড় পানি বদলে বদলে ধুয়েছে,ধোয়ার সময় তিনবার পাল্টানো নিয়ম অনুযায়ী করে নি,আর ধোয়ার আগে আগে সাবান দিয়ে কেচে নিয়েছে,এবং কাপড় পরিষ্কার হয়ে গেছে এবং নাপাকী এর কোন চিহ্ন নেই এমন কি ধুলাবালি এর দাগ ও চলে গেছে,আলহামদুলিল্লাহ,এখন কি কাপড় কি পাক হয়েছে?নামাজ পড়া যাবে?নাকি সব আবার ধুয়ে দিতে হবে?
২.আমি খুব একটা গোছালো মানুষ না আমার মামী এসে আমাকে গল্প করতে করতে বলে ওনার ফুপাতো বোন কোন কিছুর যত্ন নেয় না,ঘুরিয়ে ফিরিয়ে কোন দোষ বা কমতির কথা বলে যেই কমতি বা দোষ আমার মাঝে আছে,ওনার সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়েছে,তখন মাঝে মাঝে বলে অমুকের ব্যাবহার খুব ভালো,প্রায় ই এমন কথা বলে ঘুরিয়ে ফিরিয়ে,এই বিষয় গুলো আমার কিভাবে নেয়া উচিত?আর যখন এভাবে বলে তখন কি উত্তর দেয়া উচিত?
৩.কাপড় চিপা এর সময় আমি অনেক বেশি চিপে ফেলি,চিপতে চিপতে হাতের চামড়া ছিলে যায়,যতক্ষণ পানি বের হয় অনেক শক্তি প্রয়োগ করে চিপতে ই থাকি,এটা বেশ কষ্টসাধ্য আর সময়সাপেক্ষ,আমার কতটুকু চিপা উচিত?
৪. ট্যাপের পানি তে কাপড় প্রবাহিত পানির মত কিছুক্ষণ ধুয়ে নিয়ে,যদি আবার বালতি তে পানি বদলে বদলে ২/৩ ধুয়ে সাধারণ ভাবে চিপে নেই এতে কি কাপড় পাক হবে?মেজর কোন নাপাকী লাগে না,প্রসাবের ছিটে ফোটা,বা প্রসাব থেকে পরিষ্কার হওয়ার সময় ব্যাবহৃত পানি যেটা নাপাক হতে ও না ও হতে পারে,এবং যেটা খুব সামান্য পরিমাণে লাগে।
৫.আমার আব্বু আম্মু আমাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে বলছে,এক সময় বলে ৮/৯ টায় ঘুমাব,একসময় বলছে ১০ টা,আমার কোন টাইম এ ঘুমানো উচিৎ,আর আমি টিউশন করাই আলহামদুলিল্লাহ আর নামাজ খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে যায় পড়াশুনা আছে,১০ টার মধ্যে হয় না,এতে কি অবাধ্য হয়ে যাব?
৬.বাবা মায়ের আদেশ মেনে না চললে নাকি কোন ইবাদত কবুল হয় না এটা কি সত্যি?এমনি অনেক সময় পরামর্শ দিয়ে থাকে এটাও কি আদেশের অন্তর্ভুক্ত?যেটা জোর দিয়ে বলে না যেমন বলতে পারে ১২ টা এর সময় গোসল করবা,এতে কি আমাকে ১২ টা এর সময় ই গোসল করতে হবে?
৭.বিদেশে লোক পাঠানো বা আদম ব্যাবসা কি জায়েজ?
৮.পরিবারের মানুষকে কিভাবে দ্বীন এর দাওয়াত দিতে পারি?
৯.আমার বিয়েতে যদি (ইন শা আল্লাহ)কেউ বেপর্দা হয়ে সাজগোজ করে আসে এবং ফেসবুক এ ছবি আপলোড করে,বা ফ্রি মিক্সিং করে এতে কি আমার গুনাহ হবে?
১০.অনেকগুলো কাপড় একসাথে ধোয়ার পর যদি কোন কাপড়ে দৃশ্যমান নাপাকী থাকে তাহলে কি সবগুলো কাপড় ধুয়ে দিতে হবে নাকি নাপাকী যুক্ত কাপড় ধুয়ে ফেললে ই হবে?