ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
" আমি আপনাকে তালাক দিলাম"
এই কথা দ্বারা এক তালাক পতিত হয়েছে।
"তোকে আমি তালাক দিব, এখনই দিব, চিরতরে তালাক দিব" এগুলো তালাকের ওয়াদামাত্র। এগুলো দ্বারা কোনো তালাক হবে না।
স্ত্রীর বক্তব্য,
" আপনি চলে যান আমার জীবন থেকে। আমি আর পারছি না,আপনি যদি মনে করেন আপনাকে অন্য কেউ সম্মান দিতে পারবে তাহলে ভেবে দেখতে পারেন,তারপর আমাকে জানিয়েন আমি ব্যবস্থা করে দিব,আপনাকে আর মনে জায়গা দেওয়া সম্ভব না।এমন বিভিন্ন কথা বলে।"
এগুলো দ্বারা তালাক হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আমাদের এখানে একই মানুষ ভিন্ন ভিন্ন আইডি থেকে ভিন্ন ভিন্ন ভাবে কমবেশ করে প্রশ্ন করেন। যদ্দরুণ একেকবার একেক জবাব আমরা লিখে থাকি। আপনাদের মধ্যকার আর কোনো কথা না হলে, বরং আপনি যা লিখেছেন, তাই হলে আপনারা আবার সংসার শুরু করতে পারবেন।