আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, উস্তাদ। স্বপ্নটি দেখে ঘুম ভাঙার পর আমি এতোটা ভয় পেয়ে যাই যে, সেইদিন আর ঘুমাই না। আমার কাজিন ৪ মাসের প্রেগনেনট ছিলো, ওকে নিয়েই স্বপ্নটা দেখি। স্বপ্নে দেখলাম, আমার কাজিনের কন্ঠস্বর পরিবর্তন কেমন ছেলেদের মতো মোটা শুনাচ্ছে। ওকে জ্বীন ভর করেছে। আর আমি স্বপ্নের মধ্যেও জানি আপু যে প্রেগনেনট। কেমন জানি মনে হলো, আপু আমাকে আক্রমন করতে চাচ্ছে।এরপর আরও কি কি যেন দেখলাম....কবর, কবরের ভিতরের অন্ধকার বাইরে পৃথিবীর আলো মানে আকাশটা দেখলাম। এরপর আমি ঘুম উঠে খারাপ স্বপ্নের আমলটা করি। ২ রাকাত নফল নামাজ পরেও আল্লাহর কাছে আশ্রয় চাই। বিষয়টা এই পর্যন্ত ঠিক ছিলো। কিছুদিন আগে আলহামদুলিল্লাহ ওর ছেলে বাবু হয়। আর ২ দিন আগে জানতে পারি ওর ছেলের ডাক নাম রেখেছে "আযিন/আজিন" যেখানে 'আ' বাদ দিলে শেষের ২ অক্ষর 'জিন' । এই নামটা শুনে আমি হকচকিয়ে যাই আর সাথে সাথে মনে পরে যায় সেই জ্বিনের স্বপ্নের কথা। এখন স্বপ্ন আর বাবুর এই নাম রাখার সাথে কি কোন লিংক আছে ? বাবুর কি এই নাম রাখা যাবে, কোনো সমস্যা হবে কিনা। কিংবা কোন উপদেশ থাকলে জানাবেন, প্লিজ খুবই ভয়ে আছি। আর এই স্বপ্নের ব্যাখ্যাটা বললে খুবই উপকৃত হবো।
-জাযাকাল্লোহু খইরন ফিদ্দুনিয়া ওয়াল আখিরহ।