আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
119 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (21 points)
১। আল্লাহর দুই ধরনের ইচ্ছা থাকে একটা হল ভাল ইচ্ছা আর আরেকটা হল খারাপ ইচ্ছা এই খারাপ ইচ্ছার দরুন পৃথিবীতে অনেক ধরনের খারাপ ঘটনা ঘটে বা মানুষ পাপ করতে পারে - এটা আমি একজন এর লেকচার এ সুনেছিলাম যিনি এই প্রশ্নের উত্তর এ বলেছিলেন যে আল্লাহ থাকা সত্তেও পৃথিবীতে এত পাপ হয় কিভাবে । এখানে তিনি লেকচার এ যেটা বলেছেন এটা কি সত্য নাকি এখানে আরও কিছু বিষয় আছে আমি বিস্তারিত জানতে চাই ?

২। আর এই আল্লাহর দুই ধরনের ইচ্ছা থাকে এই বিষয়ে জ্ঞান রাখা এটা কি ফরজ জ্ঞান এর ভিতরে পরে কি ?

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ ۗ وَإِن تُصِبْهُمْ حَسَنَةٌ يَقُولُوا هَـٰذِهِ مِنْ عِندِ اللَّهِ ۖ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَـٰذِهِ مِنْ عِندِكَ ۚ قُلْ كُلٌّ مِّنْ عِندِ اللَّهِ ۖ فَمَالِ هَـٰؤُلَاءِ الْقَوْمِ لَا يَكَادُونَ يَفْقَهُونَ حَدِيثًا
তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও। বস্তুতঃ তাদের কোন কল্যাণ সাধিত হলে তারা বলে যে, এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর যদি তাদের কোন অকল্যাণ হয়, তবে বলে, এটা হয়েছে তোমার পক্ষ থেকে, বলে দাও, এসবই আল্লাহর পক্ষ থেকে। পক্ষান্তরে তাদের পরিণতি কি হবে, যারা কখনও কোন কথা বুঝতে চেষ্টা করে না।
مَّا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّهِ ۖ وَمَا أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ ۚ وَأَرْسَلْنَاكَ لِلنَّاسِ رَسُولًا ۚ وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا
আপনার যে কল্যাণ হয়, তা হয় আল্লাহর পক্ষ থেকে আর আপনার যে অকল্যাণ হয়, সেটা হয় আপনার নিজের কারণে। আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার পয়গামের বাহক হিসাবে। আর আল্লাহ সব বিষয়েই যথেষ্ট-সববিষয়ই তাঁর সম্মুখে উপস্থিত।(সূরা নিসা-৭৮-৭৯)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ সবকিছু আল্লাহর হুকুমেই আসে। তবে অকল্যাণ ও মন্দ বান্দার কৃতকর্মের কারণেই এসে থাকে। অকল্যাণের ও মন্দের নিসবত আল্লাহর দিকে করা বি'আদবি। সুতরাং এত্থেকে বেঁচে থাকাই কাম্য।

(وأنا لا ندري أشر أريد بمن في۔۔)۔۔۔ما في قولهم أشر أريد الخ من الأدب حيث لم يصرحوابنسبةالشر إلى الله عزوجل كما صرحوا به في الخير وإن كان فاعل الكل هوالله تعالى ولقد جمعوابين الادب وحسن الاعتقاد۔(روح المعاني في تفسير القرآن العظيم،الجن:،ص:88،ج:29)
(بِيَدِكَ الْخَيْرُ) ۔۔۔وإنما خص الخير بالذكر تعليما لمراعاة الأدب وإلا فذكر الإعزاز والإذلال يدل على أن الخير والشر كلاهما بيده سبحانه، وكذا قوله تعالى المسوق لتعليل ما سبق، وتحقيقه إِنَّكَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فلا يبعد أن تكون الآية من باب الاكتفاء۔( روح المعاني في تفسير القرآن العظيم،آل عمران:26،ص:115،ج:3)
أصل التوحيد وما يصح الإعتقاد عليه يجب أن يقول آمنت بالله۔۔۔ والقدر خيره و شره من الله تعالى۔(الفقه الأكبر للإمام الأعظم أبو حنيفة،ص:23)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...