মেয়ের বিয়েতে মেয়ের বোনেরা মিলে একেবারেই ঘরোয়াভাবে খাওয়া দাওয়া ও আনন্দ আয়োজন করা যাবে কি ? ঘরে পুরুষদের প্রবেশ নিষেধ থাকবে এবং কোনো রকম নাচ গান হবে না । সব বোনেরা একই রঙ এর শাড়ি পরে কনের গায়ে সামান্য পরিমানে হলুদ মাখালে সেটি জায়েজ হবে কিনা। বিয়ের আগে হলুদ মাখানোকে আবশ্যক না মনে করে এবং কোনো রকম ননইসলামিক কাজ না করে শুধু একটা পারিবারিক আনন্দ উৎসব হিসেবে দিনটি কাটালে সেটি ইসলাম বিরোধী হবে কিনা জানাবেন দয়া করে।