আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু।
উস্তাদ, আমরা জানি যে সিজদায় বান্দা আল্লাহর সবচেয়েনিকটে থাকে । তখন দুয়া করলে তা কবুল হয়।
এখন আমার প্রশ্ন হচ্ছে, ফরজ নামাজে তো দুয়া করবোনা,কিন্তু সুন্নাত ও নফল নামাজে সিজদায় নিজ ভাষায় দুয়া করা যাবেনা? নাকি আরবিতে করতে হবে? যারা আরবি জানেনা তারা কি করবে? ইদানীং শুনছি জমহুর উলামারা বলছেন যে নামাজ এ নিজ ভাষায় দুয়া করলে নামাজ ভেংেগ যাবে। তাহলে যে বলা হল সিজদায় দুয়া কবুল হয়! একটু বুঝিয়ে বলবেন উস্তাদ। এতদিন যে সিজদায় দুয়া করেছি তবে কি আমার সব নামাজ বাতিল!!!???