আসসালামু আলাইকুম।
আমি একটি ডেলিভারী কোম্পানিতে কাজ করি। সেখানের নিয়ম হলো প্রাণীর ছবি যুক্ত টি-শার্ট ও প্রাণীর ছবিযুক্ত ব্যাগ পরিধান করে ডেলিভারি দিতে হবে। যেহেতু প্রাণীর ছবি যুক্ত পোশাক পড়া হারাম, তাই আমি টি-শার্টটি পড়তে চাচ্ছি না। আমি যে টি-শার্টটি পড়তিছি না, সেটা ওরা জানবে না।
১. টি- শার্টটি না পড়েই ডেলিভারি দিলে আমার ইনকাম হালাল হবে?
২. প্রাণী ছবিযুক্ত ব্যাগ বহন করা কি জায়েজ হবে?